• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
Headline
উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘গাটির খামার প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা সহ প্রাইভেট কার জব্দ- ২ মাদক কারবারি গ্রেফতার কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত। কুড়িগ্রাম জেলা প্রশাসক ‘সম্মেলন কক্ষে এসো বদলাই দেশ, বদলাই পৃথিবী’ শীর্ষক আলোচনা সভা কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি প্রদান কুড়িগ্রামের মন্ডলহাট উচ্চ বিদ্যালয়: ১১টায় হাজিরা, ২টায় ছুটি! শিক্ষকদের স্বেচ্ছাচারিতায় জিম্মি শিক্ষার্থীরা

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কুবি’র সাংবাদিকতা বিভাগের স্মারকলিপি প্রদান

কুবি প্রতিনিধি / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তাই সংকট নিরসনে দ্রুত শিক্ষক, ল্যাব অপারেটর নিয়োগ এবং কম্পিউটার ল্যাব চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন বিভাগের শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে তারা জানান, দীর্ঘদিন যাবত বিভাগে মাত্র চারজন শিক্ষক পাঠদান দিচ্ছেন। এতে করে একজন শিক্ষকের উপর অধিক কোর্সের চাপ পড়ছে। তাছাড়াও বিভিন্ন প্রশাসনিক কাজেও শিক্ষকদের ব্যাস্ত থাকতে হয়। মাত্র তিনজন শিক্ষক দিয়ে একটি বিভাগের ছয়টা ব্যাচ চলছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, বিভাগে রয়েছে অধ্যাপক সংকট। যার কারণেও শিক্ষার্থীরা একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিথি শিক্ষক দ্বারা পাঠদানেও তারা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হন।

স্বারকলিপি প্রদান শেষে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ কাওসার বলেন, দীর্ঘদিন যাবত আমাদের বিভাগ মাত্র চারজন শিক্ষক দিয়ে চলছে। বিশ্ববিদ্যালয়ের বিশাল পরিমাণ অর্থ খরচ করে একটা ল্যাব চালু হলেও সেখানে কোন অপারেটর বা প্রশিক্ষক না থাকায় আমরা ল্যাব ব্যবহার করতে পারছিনা। দ্রুত শিক্ষক সংকট নিরসনের ব্যাপারে উপাচার্য স্যার আমাদের আশ্বাস্ত করেছেন। এবং খুব শীঘ্রই একজন ল্যাব অপারেটরও নিয়োগ দেয়া হবে বলেছেন।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোট ১০ জন শিক্ষকের মধ্যে ৬ জন শিক্ষকই রয়েছেন শিক্ষা-কার্যক্রমের বাহিরে। ফলে মাত্র ৪ জন শিক্ষক নিয়েই চলতে হচ্ছে বিভাগটির।


আপনার মতামত লিখুন :
More News Of This Category