কুড়িগ্রাম, ২৯ জানুয়ারি ২০২৬
উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ইনস্টিটিউট চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন শতাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। বিক্ষোভকারীরা জানান, প্রস্তাবিত এই সিদ্ধান্ত কার্যকর হলে পলিটেকনিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ চাকরির সুযোগ সংকুচিত হয়ে পড়বে।
প্রতিবাদকারীদের দাবি, উপ-সহকারী প্রকৌশলী পদটি মূলত পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। ওই পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ দেওয়ার প্রস্তাব তারা বৈষম্যমূলক ও অন্যায় বলে মনে করেন। এ কারণে তারা সরকারের কাছে প্রস্তাবটি বাতিলের জোর দাবি জানান।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা পরবর্তী সকল পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানান। পাশাপাশি দাবি আদায় না হলে আগামী দিনে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেওয়ার ঘোষণাও দেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ দেওয়ার প্রস্তাব আমরা মানি না। এই পদে পলিটেকনিক শিক্ষার্থীদেরই প্রাধান্য দেওয়া উচিত।”