ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্বাচনী শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিনি লালমনিরহাট-৩ আসনের ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি তিনি সকলকে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানান।
শোভাযাত্রা ও পথসভায় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।