নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় শহিদুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলামের সঙ্গে তার বিমাতা ভাই মো. রফিকুল ইসলাম ও বোন মোছা. আলেয়া বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার জমি নিয়ে অনুষ্ঠিত পারিবারিক বৈঠকের একপর্যায়ে ধাক্কা দিলে শহিদুল ইসলাম মাটিতে পড়ে অজ্ঞান হন এবং পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মো. রফিকুল ইসলাম (৫০), মোছা. আলেয়া বেগম (৪০), মো. হযরত আলী (৫০) ও মো. রাব্বী মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।
নাগেশ্বর থানার এসআই অপূর্ব কুমার বর্মণ বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।