• শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ নাগেশ্বরীতে প্রতিপক্ষের আঘাতে ১ বৃদ্ধের মৃত্যু লালমনিরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্বাচনী শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত গাছ লাগানোকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ, ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের—রাজারহাটে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম-২ আসনে সারডোব ও হলোখানায় ওয়ার্ডপর্যায়ে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত তারামন বিবির মোড়ে শাপলা কলি প্রতীকের পক্ষে ড. আতিক মুজাহিদের জনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয়দের ঐক্যবদ্ধ থকার আহ্বান চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের কুবি নিলস’র নেতৃত্বে সভাপতি মেহরাজ ও সাধারন সম্পাদক সামিউল ২০২৬ সালের রমজানের সাহ্‌রি ও ইফতারের সময়সূচি প্রকাশ

কুবি নিলস’র নেতৃত্বে সভাপতি মেহরাজ ও সাধারন সম্পাদক সামিউল

কুবি প্রতিনিধি / ৫৮ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি)আইন বিভাগের নিলস(দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারনেশনাল ল স্টুডেন্টস) ইউনিভার্সিটি চাপ্টার ২০২৬-২০২৭ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে আইন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো:মেহরাজ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে আইন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো:সামিউল ইসলাম।

গত সোমবার(১৯ই জানুয়ারি)দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস বাংলাদেশের সভাপতি সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা হয়।নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা সেলিম।এছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সামিহা আক্তার(আউটরিচ),মো:শিশির ইসলাম শাওন(অ্যাডভোকেসি),মো:মাহিদুল ইসলাম(একাডেমিক),কামরুন নাহার কনা(ট্রেইনশীপ অ্যান্ড ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ),দিলোয়ার হোসেন(ইভেন্টস),কানিজ ফাতিমা রিমি (মিডিয়া অ্যান্ড প্রেস),শাকিলা আফনান(পার্টনারশিপ),মোহাম্মদ আরিফ(কম্পিটিশন) এবং মাহফুজুর রহমান(রিসার্চ অ্যান্ড পাবলিকেশন)।এছাড়াও সহযোগী সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সিফাত আরা রশিদ(রিসার্চ অ্যান্ড পাবলিকেশন),ইসরাত জাহান ইতি(মিডিয়া অ্যান্ড প্রেস),ফাইজুর রহমান লিখন(ইভেন্টস) এবং মো:রিফাত আলী(একাডেমিস)

নবগঠিত সভাপতি মো:মেহরাজ হোসেন জানান যে,নিলস(দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারনেশনাল ল স্টুডেন্টস) একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা আইন শিক্ষার্থীদের গবেষণা, লিগ্যাল রাইটিং এবং বৈশ্বিক আইনি চর্চার সঙ্গে সংযুক্ত করে। নিলস কুমিল্লা বিশ্ববিদ্যালয় চাপ্টারের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমার লক্ষ্য হলো শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণায় উৎসাহিত করা, লিগ্যাল রাইটিংয়ে দক্ষতা বৃদ্ধি করা এবং একাডেমিক উৎকর্ষতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চাপ্টারকে একটি সক্রিয়, উদ্ভাবনী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা।

এছাড়াও সাধারণ সম্পাদক বলেন,আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের ২৬টিরও বেশি দেশে নিলস(দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারনেশনাল ল স্টুডেন্টস) তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশও এই বৈশ্বিক নেটওয়ার্কের একটি সক্রিয় অংশ। বাংলাদেশের নিলস এর “নিলস কুমিল্লা ইউনিভার্সিটি চাপ্টার”-এর ২০২৬-২০২৭ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি সত্যিই গর্বিত ও সম্মানিত বোধ করছি। নিলস একটি স্বাধীন, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যার মূল উদ্দেশ্য আইন বিষয়ের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেতুবন্ধন তৈরি করা, দক্ষতা উন্নয়ন করা এবং আইনি জ্ঞানচর্চার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category