আজ সন্ধ্যা ৬ টায় চিলমারী উপজেলার, রানিগঞ্জ ইউনিয়ন, ফকিরের হাট থেকে দক্ষিণ দিকে, ফকিরের হাট টু কাচঁকোল বাধরাস্তা সংলগ্ন পূর্ব দিকে, কালিরকুরা নামক স্থানে ব্রহ্মপুত্র নদ থেকে দীর্ঘদিন ধরে দিন অবৈধ ভাবে বালু উত্তলন করা প্রায় ৬ টি অবৈধবালুর পয়েন্ট ও যাতায়াতের জন্য অবৈধ রাস্তা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সবুজ কুমার বসাক। এসময় উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার অফিস ইনচার্জ ও পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা।
উল্লেখ্য আজ আনুমানিক বেলা ১২ টায় স্থানীয় প্রায় ২০-২৫ জন জনগণ একত্রিত হয়ে অবৈধ বালু উত্তলন কারিদের বিরুদ্ধে অভিযোগ জানাতে যায় চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মহদয়ের কাছে। তারই প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তিনি। এসময় স্থানীয়রা অবৈধ বালুু উত্তল ও তার ফলে সৃষ্ট জনজীবনের সমস্যা গুলো তুলে ধরেন।
পরিদর্শক শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেল অবৈধ বালু উত্তলন বন্ধে স্থানীয়দের একত্রিত হতে হবে। তিনি বলেন অতিসত্বর বালুর গাড়ি যাতায়াতের জন্য তৈরি অবৈধ পথগুলো উৎখাত করা হবে।
এছাড়াও তিনি অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয়দের পরামর্শ মূলক কিছু বার্তা প্রদান করেন।