• শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ নাগেশ্বরীতে প্রতিপক্ষের আঘাতে ১ বৃদ্ধের মৃত্যু লালমনিরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্বাচনী শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত গাছ লাগানোকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ, ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের—রাজারহাটে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম-২ আসনে সারডোব ও হলোখানায় ওয়ার্ডপর্যায়ে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত তারামন বিবির মোড়ে শাপলা কলি প্রতীকের পক্ষে ড. আতিক মুজাহিদের জনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয়দের ঐক্যবদ্ধ থকার আহ্বান চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের কুবি নিলস’র নেতৃত্বে সভাপতি মেহরাজ ও সাধারন সম্পাদক সামিউল ২০২৬ সালের রমজানের সাহ্‌রি ও ইফতারের সময়সূচি প্রকাশ

শীত আরও বাড়বে নাকি বিদায় নিচ্ছে? আবহাওয়া অফিসের নতুন বার্তা

জুয়েল রানা - লালমনিরহাট জেলা প্রতিনিধি / ১৮২১ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

দেশজুড়ে শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের দাপট কমেনি। তাপমাত্রা নামার কারণে উত্তর ও মধ্যাঞ্চলের বহু জেলায় এখনো কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে শীতের তীব্রতা কখনো একটু বাড়বে, কখনো কমবে মোটের ওপর তাপমাত্রায় থাকবে ওঠানামা।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আগামী পাঁচ দিন সারা দেশের আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রোববারের মধ্যে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (১৯ জানুয়ারি) রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ওই দিনও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নদী অববাহিকা এলাকার কিছু স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য অঞ্চলে কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি মাত্রার। সেদিনও সারাদেশে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
বুধবার (২১ জানুয়ারি) দক্ষিণাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। এর পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আবারও সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার চিত্রে বলা হয়েছে, এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ শীত বিদায় নিতে এখনও সময় লাগতে পারে।
আবহাওয়াবিদরা জানান, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এদিকে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে উত্তরাঞ্চলে শীতের অনুভূতি আরও প্রকট হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category