আজ
|| ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০২৫
অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা—যুব ও ক্রীড়া, সমবায় ও স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম—দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
আজ সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় নির্ধারিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
দুপুরের এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন, “এটা আমার বলার এখতিয়ার নেই, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়ে দেবে। সেটার জন্য অপেক্ষা করতে হবে।” একই অনুষ্ঠানেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেন। তবে কোন দল বা এলাকা থেকে প্রার্থী হবেন, সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানাননি।
সম্প্রতি কুমিল্লা থেকে পরিবর্তন করে তিনি ঢাকা-১০ আসনে ভোটার হয়েছেন, যা তার সম্ভাব্য নির্বাচনী এলাকা হিসেবে আলোচনায় এসেছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট উপদেষ্টা পদে শপথ নেন। প্রথমে শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেও পরে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার এবং সমবায়—এই তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব নেন উপদেষ্টার মর্যাদায়। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তিনি।
Copyright © 2025 Prothom Tv. All rights reserved.