কুড়িগ্রাম-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে গণসংহতি আন্দোলন (জিএসএ) মনোনীত জননেতা মো: সাইফুর রহমান দুলাল তার নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মহেন্দ্রনাথ বাচ্চা, আহ্বায়ক, গণসংহতি আন্দোলন, নাগেশ্বরী উপজেলা শাখা; আহম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক; মো: শহিদুল ইসলাম, সদস্য সচিব; মো: সাঈদী হোসেন, সদস্য; মো: আশরাফুল ইসলাম, সদস্য; মো: আমিনুল ইসলাম, সদস্য; মো: আব্দুল বাতেন মিয়া, সদস্য; মো: মোকছেদুল হক, সদস্য; মো: নুরজামাল হক, সদস্য; মো: শাহাবুদ্দিন, সদস্য; এবং মো: শহিদুল ইসলাম, সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নাগেশ্বরী এলাকাবাসী।
মো: সাইফুর রহমান দুলাল জানান, জনগণের পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে তার সব সময় প্রস্তুত। গণসংযোগে অংশগ্রহণকারীরা নির্বাচনী প্রচারণায় সমর্থন ও উৎসাহ প্রদান করেন।
স্থানীয়রা জানান, এ ধরনের গণসংযোগ তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করছে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণে উৎসাহ যোগাবে।