আজ
|| ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মানসিক দুঃশ্চিন্তায় আত্মহত্যার অভিযোগ
প্রকাশের তারিখঃ ৬ ডিসেম্বর, ২০২৫
কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড় এলাকায় অর্ণব ছাত্রাবাসে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ৬ ডিসেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মৃত্যুঞ্জয় রায় বয়স ২৪। তিনি কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিপ্লোমা শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়।
স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে প্রেমের সম্পর্ক থেকে মৃত্যুঞ্জয় বিয়ে করেছিলেন। তবে স্ত্রীপক্ষের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। শ্বশুরবাড়িতে আইনি জটিলতা দেখা দিলে শেষ পর্যন্ত তালাকের মাধ্যমে মেয়েকে ফেরত নিয়ে যায় পরিবারটি। ওই ঘটনার পর থেকেই মৃত্যুঞ্জয় মানসিকভাবে ভেঙে পড়েন এবং একাকিত্বে ভুগছিলেন।
অর্ণব ছাত্রাবাসের কন্ট্রোলার জানান, পলিটেকনিকের পরীক্ষা শেষ হওয়ায় বৃহস্পতিবার অধিকাংশ শিক্ষার্থী বাড়ি ফিরে যায়। ছাত্রাবাসে তখন মাত্র তিনজন থাকছিল। দুপুরে সহপাঠী নাদিম ওয়াজেদ খাওয়ার জন্য তাকে ডাকলেও সাড়া না পেয়ে ঘুমিয়ে আছে ভেবে ফিরে আসে। পরে সন্ধ্যায় কন্ট্রোলার এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। জানালা ভেঙে ভিতরে তাকিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত দেহ দেখা যায়। এরপর ছাত্রাবাসের মালিক ও পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ এসে দরজা খুলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কুড়িগ্রাম থানার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2025 Prothom Tv. All rights reserved.