কুড়িগ্রাম সদর উপজেলার ৯ নং ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে শাপলা কলি মার্কার প্রার্থী ড. আতিক মুজাহিদের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বৈঠকটি এলাকায় নির্বাচনী উচ্ছ্বাস সৃষ্টি করে।
বৈঠকে ড. আতিক মুজাহিদ তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, “আমি নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।” তিনি আরও যোগ করেন যে জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও নারীরা বৈঠকে অংশ নিয়ে প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেন। বক্তারা বলেন, এলাকাবাসীর উন্নয়ন ও সমস্যা সমাধানে একজন শিক্ষিত, সৎ ও সমাজসেবী মানুষের প্রয়োজন—আর ড. আতিক মুজাহিদ সেই প্রত্যাশা পূরণে সক্ষম।
বৈঠকে উপস্থিত ভোটাররা নির্বাচনী নানা সমস্যা ও দাবি তুলে ধরেন। ড. আতিক মুজাহিদ সেসব মনোযোগ দিয়ে শুনে বাস্তবায়নের আশ্বাস দেন।
উঠান বৈঠক শেষে শাপলা কলি মার্কার সমর্থকরা প্রচারণার অংশ হিসেবে এলাকায় লিফলেট বিতরণ করেন।