আজ
|| ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
কুড়িগ্রামে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে এনসিপির মতবিনিময় সভা
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০২৫
কুড়িগ্রামে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক মতবিনিময় সভার আয়োজন করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জেলার আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদ। তিনি বলেন,
“আপনারা জানেন যে, জুলাই পরবর্তী একটি বাংলাদেশ। বাংলাদেশের মেইন স্টেট হোল্ডার হলো শহীদ ও আহত ফ্যামিলিগুলো। আমরা তাদের সাথে মতবিনিময় করছি, সমস্যার কথাগুলো শুনছি। আজকে চৌদ্দ মাস পরেও একই অবস্থা। কারো মাথায় এখনো গুলি রয়েছে, কারো এখনো গ্রেডিং হয়নি। অনেকের চিকিৎসা ব্যবস্থার সমস্যা রয়েছে এবং নানারকম কর্মসংস্থান তো দূরের কথা। এই যে উনাদের কষ্টগুলো আমরা রাজনীতিবিদরা রাজনীতি করি, কিন্তু জুলাই নিয়ে রাজনীতি করার বিষয় না। জুলাই হচ্ছে বাংলাদেশের সবার। জুলাই যদি সবার হয় তাহলে এই মানুষগুলোর জন্য কাজ করা উচিত। কারণ জুলাই একটা বাংলাদেশের অংশ এবং ৪৭, ৭১ ও চব্বিশ এগুলো বাংলাদেশের অংশ।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রামের আহ্বায়ক জাহিদ হাসান, আহত জুলাই যোদ্ধা ও ছাত্রশক্তির জেলা সদস্য সচিব সাদিকুর রহমানসহ শহীদ ও আহত পরিবারের সদস্য এবং এনসিপির নেতাকর্মীরা।
Copyright © 2025 Prothom Tv. All rights reserved.