আজ
|| ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২৫
নারী উদ্যোক্তা তৈরির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকায় প্রশিক্ষণপ্রাপ্ত ২১ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে রেহাইচর ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল।
বক্তব্যে তিনি বলেন, সমাজ সংস্কার ও কল্যাণমূলক কাজে জামায়াতে ইসলামী চার দফা কর্মসূচি নিয়ে কাজ করছে। তার অংশ হিসেবে নারীদের প্রশিক্ষণ দেওয়া এবং আত্মকর্মসংস্থানের জন্য পুঁজি সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি জানান, নারীরা সাবলম্বী হলে পরিবার ও সমাজ উভয়ই এগিয়ে যাবে। রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বেকারত্ব দেশের বড় সমস্যা। তা মোকাবিলায় জামায়াতে ইসলামী সেলাই মেশিন, গবাদিপশু বিতরণ ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা দিয়ে নারী-পুরুষকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বহু পরিবার এসব উদ্যোগ থেকে উপকৃত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা আবুজার গিফারী এবং সদর উপজেলা আমীর আব্দুল আলিম।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
Copyright © 2025 Prothom Tv. All rights reserved.