আজ
|| ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শামা-মাছাবিহ’র নেতৃত্বে কুবিসাস
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস)’ ১১তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি হয়েছেন দৈনিক কালবেলার প্রতিনিধি আবু শামা এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি চৌধুরী মাছাবিহ্।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি মোহাম্মদ রাজীব (দৈনিক বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সালাম অর্নব (দৈনিক ইনকিলাব), অর্থসম্পাদক মোহাম্মদ জোবাইর হোসাইন (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক আনিসুর রহমান (দৈনিক সমকাল), তথ্য ও পাঠাগার সম্পাদক হেদায়েতুল ইসলাম নাবিদ (ডেইলি সান) এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আমার দেশ) ও আকাশ আল মামুন (দ্যা ডেইলি ক্যাম্পাস)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম ফল ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, অন্য দুই নির্বাচন কমিশনার গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জনি আলম ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান।
উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
Copyright © 2025 Prothom Tv. All rights reserved.