• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline
উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘গাটির খামার প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা সহ প্রাইভেট কার জব্দ- ২ মাদক কারবারি গ্রেফতার কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত। কুড়িগ্রাম জেলা প্রশাসক ‘সম্মেলন কক্ষে এসো বদলাই দেশ, বদলাই পৃথিবী’ শীর্ষক আলোচনা সভা কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি প্রদান কুড়িগ্রামের মন্ডলহাট উচ্চ বিদ্যালয়: ১১টায় হাজিরা, ২টায় ছুটি! শিক্ষকদের স্বেচ্ছাচারিতায় জিম্মি শিক্ষার্থীরা

রাজীবপুরে সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসির মতবিনিময় সভা

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজীবপুরের যোগাযোগব্যবস্থা, নদীভাঙন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, আইন-শৃঙ্খলা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতামত তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, জামায়াতে ইসলামীর আমীর আবুল বাশার আবদুল লতিফ, অধ্যক্ষ মাহবুব রশিদ মণ্ডল, উপজেলা যুবদল আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, রাজীবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, এনসিপি সভাপতি শাহ আলম মেম্বার, জামায়াত নেতা মোখলেছুর রহমান, রাজীবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিজল ইসলাম সজল, চররাজীবপুর প্রেসক্লাবের সম্পাদক সোহেল রানা স্বপ্ন ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন,
রাজীবপুরকে এগিয়ে নিতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, সেবা সহজীকরণ, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও দুর্নীতি প্রতিরোধ-এসব বিষয়ে জিরো টলারেন্স থাকবে।”

তিনি আরও বলেন,
যে কোনো নাগরিক সমস্যা বা হয়রানির অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারবেন। সরকারি দপ্তরগুলোকে সেবামুখী করতে মনিটরিং আরও জোরদার করা হবে। নদীভাঙন, বন্যা, যোগাযোগব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হবে।

সভায় রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category