আজ
|| ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
রাজনৈতিক পদধারীরা প্রেসক্লাব কমিটিতে থাকতে পারবেন না: সারজিস আলম
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৫
রাজনৈতিক দলের কোনো পদে থাকা ব্যক্তি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মতামত ব্যক্ত করেন।
তিনি বলেন, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সব পদ রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা উচিত। এ জন্য কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা পর্যায়ের সব প্রেসক্লাব কমিটি গঠনে রাজনৈতিক পদধারীদের বাদ দেওয়ার প্রস্তাব করেন তিনি।
সারজিস আলমের মতে, রাজনৈতিক পরিচয় ধারণকারী ব্যক্তিরা প্রেসক্লাবের দায়িত্বে থাকলে দলীয় প্রভাব, অপেশাদার আচরণ এবং পক্ষপাতমূলক সাংবাদিকতার সুযোগ তৈরি হয়। এতে প্রকৃত পেশাদার সাংবাদিকরা অবমূল্যায়নের শিকার হতে পারেন।
তিনি আরও উল্লেখ করেন, যারা নিজেকে সাংবাদিক পরিচয়ের আগে রাজনৈতিক পরিচয়ে তুলে ধরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা সাংবাদিক সমাজের প্রতিনিধিত্ব করার যোগ্য নন। তার মতে, পেশাদার সাংবাদিকতার মান বজায় রাখতে প্রেসক্লাবে দায়িত্বশীল ব্যক্তিদের নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া জরুরি।
Copyright © 2025 Prothom Tv. All rights reserved.