আজ
|| ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
দ্রুত কুকসু নির্বাচন সম্পন্নের দাবি শিক্ষার্থীদের
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচনের প্রস্তাবিত রোডম্যাপ জানিয়েছে ‘ইনক্বিলাব মঞ্চ’। এরআগে দুপুরে ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ এর ব্যানারে নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ এর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ রোডম্যাপ উত্থাপন করে সংগঠনটি। এর আগে দুপুর ১২টার দিকে একই দাবিতে শিক্ষার্থীদের একাংশ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রস্তাবিত রোডম্যাপটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্টার দপ্তরে জমা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ইনক্বিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হান্নান রাহিম বলেন, "ছাত্রসংসদ প্রতিষ্ঠা ২৪ পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের অন্যতম প্রাণের দাবি। কিন্তু খুব দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম স্টেকহোল্ডার হওয়ার পরেও, ছাত্রসংসদের বিষয়ে তেমন কোন অগ্রগতি নেই। আজকে আমরা আমাদের পক্ষ থেকে খসড়া রোডম্যাপ প্রস্তাব করেছি, পাশাপাশি উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্টার দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি। অনতিবিলম্বে কুকসুর রোডম্যাপ সহ কুকসু বাস্তবায়ন করতে হবে।"
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, “আমরা রোডম্যাপটি হাতে পেয়েছি। আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।”
Copyright © 2025 Prothom Tv. All rights reserved.