আজ
|| ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
কুড়িগ্রামের হলোখানায় জামায়াতের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রামে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত ১৫ দিনব্যাপী গনসংযোগে , নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে।
এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান ও নীতিমালা তুলে ধরেন।
পথসভায় জামায়াত নেতারা বলেন, “আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন এবং ন্যায়ের ভিত্তিতে একটি চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছি। জনগণ আমাদের পাশে আছে, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে।”
স্থানীয়দের মাঝে কর্মসূচিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই শান্তিপূর্ণভাবে কার্যক্রমে অংশগ্রহণ করেন ও বক্তাদের বক্তব্য শোনেন।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে জামায়াত ভবিষ্যতে এ ধরনের আরও গণসংযোগ ও সভার আয়োজন করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
Copyright © 2025 Prothom Tv. All rights reserved.