মেহেরপুর, ২৫ আগস্ট ২০২৫
মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো বা জুয়ার অ্যাপ রাখলেই সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং ১ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। সোমবার (২৫ আগস্ট) মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ও এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সতর্কবার্তা দিয়েছেন মেহেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাকসুদা আকতার খানম।
তিনি জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২০ অনুযায়ী অনলাইন জুয়া খেলা, জুয়া সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডই প্রযোজ্য।
এসপি মাকসুদা আকতার খানম উপস্থিত সবাইকে সতর্ক করে বলেন,
> “যারা ভাবছেন অনলাইন জুয়া লটারির মতো টাকা কামানোর সহজ পথ, তারা খেলার আগে দু’বার ভাবুন। আমাদের ধর্ম, সমাজ এবং দেশের আইন কোনোভাবেই জুয়াকে সমর্থন করে না।”
তিনি আরও জানান, মেহেরপুর জেলাকে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হবে।