• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
Headline
উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘গাটির খামার প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা সহ প্রাইভেট কার জব্দ- ২ মাদক কারবারি গ্রেফতার কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত। কুড়িগ্রাম জেলা প্রশাসক ‘সম্মেলন কক্ষে এসো বদলাই দেশ, বদলাই পৃথিবী’ শীর্ষক আলোচনা সভা কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি প্রদান কুড়িগ্রামের মন্ডলহাট উচ্চ বিদ্যালয়: ১১টায় হাজিরা, ২টায় ছুটি! শিক্ষকদের স্বেচ্ছাচারিতায় জিম্মি শিক্ষার্থীরা

কুড়িগ্রামে সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

মাইদুল ইসলাম মামুন - বার্তা সম্পাদক / ১৩২ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা সুরক্ষায় কুড়িগ্রামে সাংবাদিক ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত বিশেষ সম্মেলনে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)-এর নবগঠিত আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।

প্রধান অতিথি বৃহত্তর রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন,ভয় বা চাপের মুখে সাংবাদিকরা কলম নামাবেন না। আমরা সত্যের পথে আছি, আর সেই পথ রক্ষার দায়িত্ব রাষ্ট্রের।

প্রধান আলোচক আরপিইউজে’র সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন,গণতন্ত্র টিকিয়ে রাখতে তথ্যের স্বাধীনতা অপরিহার্য। সাংবাদিকদের সুরক্ষা ছাড়া এই স্বাধীনতা সম্ভব নয়।

সম্মেলনে জেলার ৯টি উপজেলা থেকে আসা প্রায় দেড় শতাধিক সংবাদকর্মী মাঠের অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ জানান, প্রভাবশালীরা খবর সংগ্রহে বাধা দেয়, আবার কেউ প্রশাসনিক প্রতিবন্ধকতার কথা বলেন। এ সময় তারা সাংবাদিকদের জন্য একটি কার্যকর সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানান।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন,সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ সবসময় সহযোগিতা করবে। হয়রানি বা হামলার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, এনসিপি জেলার প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, আরপিইউজে’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক ও ট্রেজারার মমিনুল ইসলাম রিপন। সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম।

নবগঠিত ৯ সদস্যের আহ্বায়ক কমিটি:
আহ্বায়ক: আরিফুল ইসলাম রিগান (বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা), সদস্য সচিব: মনোয়ার হোসেন লিটন (দৈনিক জনকণ্ঠ ও এটিএন নিউজ), সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল), যুগ্ম আহ্বায়ক: বাবুল জামান (দৈনিক আমার দেশ), রাশিদুল ইসলাম রাসেদ (প্রতিদিনের বাংলাদেশ), তামজিদ হাসান তুরাগ (কালের কণ্ঠ), সদস্য: আব্দুল্লাহ আল মুজাহিদ (কালবেলা), রাশেদুজ্জামান তাওহীদ (গ্লোবাল টিভি), মুহাম্মাদ জুবায়ের (স্টার নিউজ)

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মাঠপর্যায়ে কর্মরত সংবাদকর্মীদের জন্য শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ। তাদের আশা, নব আহ্বায়ক কমিটি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত উন্নয়নে উদ্যোগী ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category